কিভাবে আইফোন থেকে ফাইল ট্রান্সফার করবেন (iPhone to Android and PC)

অ্যান্ড্রয়েড এর পাশাপাশি এখন দামি আইফোন বা iphone -ও আমাদের অনেকের পকেটেই জায়গা করে নিয়েছে।

অর্থাৎ আজ আমরা অনেকেই আইফোনও ব্যবহার করছি কারণ আগের তুলনায় ফোনগুলির মূল্য বেশ কিছুটা কম হয়েছে।

তবে যেহেতু বেশিরভাগ ফোন ব্যবহারকারীরাই Android ইউসার এবং কম্পিউটার এর ক্ষেত্রে Windows ব্যবহারকারী

তাই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে বা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ফাইল ট্রান্সফার করা অনেকেই সেরকম ভাবে জানেনা।

আর যখন আইফোন থেকে উইন্ডোজ পিসিতে (Windows pc) ফাইল ট্রান্সফার বা শেয়ার এর বিষয় আসে তখন তা অনেকেই জানেনা কিভাবে করতে হয়।

কারণ আপেল এর নিজেস্ব ফাইল শেয়ার করার এপ্লিকেশন হল AirDrop যার সাহায্যে আপনি একটি Apple ডিভাইস থেকে

অন্য যেকোন Apple ডিভাইস যেরকম iphones, iPad & Mac PC এর মধ্যে ফাইলস Share or transfer করতে পারবেন।

কিন্তু Windows ও Android এর জন্য AirDrop উপলব্ধ নেই ফলে স্বাভাবিক ভাবেই iphone to windows pc কিভাবে ফাইল শেয়ার করা যায় তা অনেকেই জানেনা।

তাই আজ আমি আপনাদের খুবই সহজ উপায়ে Android to iphone এবং iphone to windows ফাইল ট্রান্সফার করার উপায় বলবো।

জানুন: স্ন্যাপড্রাগন vs মিডিয়াটেক : মোবাইল প্রসেসর কি, পরিচিতি ও কোনটি ভালো

যেভাবে আইফোন থেকে ফাইল ট্রান্সফার বা শেয়ার করবেন

যেভাবে আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফাইল ট্রান্সফার বা শেয়ার করবেন
iPhone to Android and Windows ফাইল ট্রান্সফার

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে (বা iphone to android)

Android থেকে iphone এর মধ্যে ফাইল শেয়ার করার জন্য আপনি AirDrop ব্যবহার না করতে পারলেও বেশ কিছু উপায়ে তা করতে পারেন। যেরকম,

১. ফাইল ট্রান্সফার এপ্লিকেশন দ্বারা

iPhone to android ফাইল শেয়ার এর জন্য উভয় ডিভাইস এর জন্য উপলব্ধ একই ফাইল ট্রান্সফার apps দ্বারা আপনি তা করতে পারেন।

  • Share Karo
  • JioSwitch
  • Send Anywhere
  • Xender
  • Zapya

তো আন্ড্রয়েড থেকে আইফোনে ফাইল পাঠানোর জন্য অবশ্যই উভয় ডিভাইসেই একই এপ্লিকেশন ব্যবহার করতে হবে।

আপনি ওপরের উল্লেখিত file sharing apps গুলি Google Play Store এবং iphone App store এর মধ্যে পেয়ে যাবেন।

২. Cloud storage দ্বারা

আইফোন থেকে এন্ড্রোয়েডে ফাইল শেয়ার করার জন্য আরো একটি সহজ ও এফেক্টিভ উপায় হল ক্লাউড স্টোরেজ ব্যবহার করা।

ক্লাউড স্টোরেজ এর মধ্যে নির্দিষ্ট ফাইলটি আপলোড করেদিন এরপর সেই ফাইলস এর লিংক শেয়ার করে দিলে

অপর বেক্তি খুব সহজেই সেই ফাইলটি পেয়ে যাবে। অথবা অপর ডিভাইসেও সেই এপ্লিকেশন থাকলে সহজেই সেখানেও

সেই ফাইলটি Sync হয়ে যাবে বা চলে আসবে। ফটো, ভিডিও ও ছোটো খাটো ফাইলস ইত্যাদি পাঠানোর জন্য এটি সেরা উপায়।

অবশ্যই পড়ুন: ৭টি সেরা ফ্রি ক্লাউড স্টোরেজ সার্ভিস কি জানুন?

৩. Snapdrop

অ্যান্ড্রয়েড থেকে আইফোন হোক বা আইফোন থেকে অ্যান্ড্রয়েড। Snapdrop.net হল সেরা উপায় একে অপরের মধ্যে ফাইল শেয়ার করার জন্য।

আইফোন ব্যবহারকারীরা Snapdrop কে Apple AirDrop এর বিকল্প হিসাবে ব্যবহার করে এন্ড্রোয়েড ও উইন্ডোস পিসিতে ফাইল পাঠানোর জন্য।

এটি একটি ওয়েব বেসড প্রোগ্রাম, দ্রুত এবং ক্রস প্লাটফর্ম সাপোর্ট করে যা সত্যিই একে AirDrop এর সেরা অল্টারনেটিভ বানায়।

ধাপ ১: উভয় ডিভাইস থেকেই যেকোন ওয়েব ব্রাউজার খুলুন এবং সেখান থেকে Snapdrop.net লিখে সার্চ করে তার মধ্যে প্রবেশ করুন।

ধাপ ২: দেখবেন সাথে সাথেই উভয় ডিভাইস এর মধ্যেই একে ওপরের ডিভাইস এর নাম প্রদর্শিত হচ্ছে। তো এখন

সেই ডেভিসের নাম বা আইকন এর ওপর ক্লিক করে ফাইল নির্বাচন করে ওপেন করলেই খুবই সহজেই ফাইলটি ওপর ডিভাইসে ট্রান্সফার হয়ে যাবে।

অবশ্যই পড়ুন: মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার নিয়ম

আইফোন থেকে পিসিতে ফাইল ট্রান্সফার (share file between iphone and windows PC)

কম্পিউটার থেকে আইফোনে অথব আইফোন থেকে কম্পিউটারে ফাইল শেয়ার করার জন্যও সব থেকে সেরা ও সহজ উপায় হলো Snapdrop.

যেহেতু এটি Web based এবং ক্রস প্লাটফর্ম সাপোর্টেড তাই ওপরে বর্ণিত একই উপায়েই আপনি এক দিকে আইফোন ব্রাউসার

এবং ওপর দিকে উইন্ডোস কম্পিউটার ব্রাউসার থেকে Snapdrop সাইট খুলে সেখান থেকে files transfer করতে পারবেন।

এছাড়াও iPhone to PC ফাইল পাঠানোর জন্য যে সহজ উপায় গুলি আছে তা হল,

  • USB Cable
  • ক্লাউড স্টোরেজ (Cloud storage)

আরো জানুন: কিভাবে পিসি থেকে মোবাইলে ফাইল শেয়ার বা ট্রান্সফার করবেন

আমাদের শেষ কথা,

iPhone ব্যবহারকারীদের অসুবিধা গুলির মধ্যে একটি হল এটি। তবে আপনার আর কোনো সমস্যাই হওয়ার কথা না।

কারণ আপনি যেকোন জেনে গেছেন যে কিভাবে কিভাবে আইফোন থেকে ফাইল ট্রান্সফার করতে হয় অ্যান্ড্রয়েড ও উইন্ডোস কম্পিউটারে।

আপনাদের এই পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরো পোস্টের জন্য ৱাহৈ আমাদের সাইট অনুসরণ করুন।

কিভাবে আইফোন থেকে অ্যান্ড্রয়েড ও উইন্ডোস পিসিতে ফাইল ট্রান্সফার বা শেয়ার (iPhone to android and Winodws pc) করবেন AirDrop বিকল্প দ্বারা তা জেনেনিন