আজকে আমরা জানবো সেরা ৫টি ফ্রি অডিও রেকর্ডিং সফটওয়্যার (free audio recording software for pc)
আপনি যদি একজন মিউজিশিয়ান, পডকাস্টার অথবা কনটেন্ট ক্রিয়েটর হতে চান বা যদি হয়ে থাকেন সেই ক্ষেত্রে,
আপনার সব থেকে গুরুত্বপূর্ণ একটি দিক বা অস্ত্র হল আপনার ভয়েস বা অডিও, যা অবশ্যই ভালো এবং প্রফেশনাল শোনাতে হবে।
আর ভালো এবং প্রফেশনাল অডিও ভয়েস এর জন্য চাই ভালো কোয়ালিটির মাইক এবং সঠিক একটি অডিও রেকর্ডিং সফটওয়্যার।
মাইক বা মাইক্রোফোন এখন আমরা খুব সহজ ও স্বল্প মূল্যেই পেয়ে যাই যা হাই কোয়ালিটি অডিও রেকর্ড করতে সক্ষম।
এবং ধন্যবাদ জানাই, আমাদের স্মার্টফোন গুলিকেও যারা যথেষ্ট ভালো কোয়ালিটির ভয়েস রেকর্ড করতে সাহায্য করে।
কিন্তু সাউন্ড রেকর্ড করার জন্য এবং সেই সাউন্ড বা অডিও কে এডিট ও আরো প্রফেশনাল করার জন্য চাই একটি অডিও রেকর্ডিং সফটওয়্যার।
কারণ অডিওর মধ্যে বেশ কিছু জিনিস কাট ও এডিট করতে হয়, অডিওকে ইকুয়ালাইজ ও এমপ্লিফাই এবং অডিওর মধ্যে,
যদি কোন রকমের নয়েস আরে থাকে তা অবশ্যই রিমুভ করার প্রয়োজন পরে। আর এগুলি সঠিক না করলে কখনই একটি অডিও ভালো শোনায় না।
কিন্তু আজ অনলাইন মার্কেটে বেশিরভাগ সাউন্ড রেকর্ডিং সফটওয়্যার গুলিই পেইড এবং যাদের মূল্য সবার পক্ষে ওঠানো একদমই সম্ভব না।
তবে এর মানে এই না যা মার্কেটে ফ্রি সফটওয়্যার উপলব্ধ নেই বা তাদের দ্বারা পেইড বা প্রফেশনাল সফটওয়্যারের মত কাজ হয় না।
অবশ্যই আছে, আর আজকে এই আর্টিকেলে আমি আপনাদের এরকমই ৫টি ফ্রি অডিও রেকর্ডিং সফটওয়্যার সম্পর্কে পরিচয় করিয়ে দেবো পিসি বা কম্পিউটার ইউসারদের জন্য।
অবশ্যই পড়ুন: ৬টি ফ্রি মোবাইল ভয়েস চেঞ্জার অ্যাপ ডাউনলোড
৫টি ফ্রি অডিও রেকর্ডিং সফটওয়্যার হল
১. Audacity

ফ্রি, ব্যবহারে সহজ এবং পাওয়ারফুল ভয়েস বা অডিও রেকর্ডিং কম্পিউটার সফটওয়্যার বলতে সবার প্রথমে নাম আসে Audacit -র।
আর তাই আমিও শীর্ষ স্থানে একেই রাখলাম। যেরকম বললাম যে, আপনি যদি সহজ অথচ প্রফেশনাল লেভেল এর
সাউন্ড রেকর্ডিং এর পাশাপাশি অডিও এডিটিং করতে চান সেই ক্ষেত্রে এটি হল সেরা এবং সব থেকে আদর্শ একটি পোগ্রাম।
এর ইন্টারফেস থেকে শুরু করে যাবতীয় ফিচারস খুবই সহজ এবং কার্যকরী। আপনি খুব সহজেই নিজের ভয়েস রেকর্ড করে
ভয়েস এডিটং, একুলাইজ এবং সব থেকে প্রয়োজনীয় ফিচারস, ভয়েস থেকে নয়েজ রিমুভ করতে পারবেন এর মাধ্যমে।
এটি একটি ওপেন সোর্স মাল্টি ট্র্যাক audio recording software, যা উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স ইত্যাদির জন্য উপলব্ধ আছে।
২. Ocenaudio

আমাদের লিস্টের দ্বিতীয় ফ্রি অডিও রেকর্ডিং সফটওয়্যার -টি হল ওসিয়ান অডিও। আপনাদের অবশ্যই জানিয়ে রাখবো যে,
এটি অডাসিটির মত ফিচারসে পরিপূর্ন না তবে অবশ্যই সেরা একটি ফ্রি পিসি ভয়েস রেকর্ডিং সফটওয়্যার অনলাইন কনটেন্ট ক্রিয়েটর,
হোম মিউজিসিয়ান এবং পোডকাস্টারদের জন্য। এর দ্বারা সাউন্ড রেকর্ড এবং এডিটিং খুবই সহজ যা বিগেনারদের জন্য একদম উপযোগী।
আপনি এর মধ্যে বিভিন্ন বিল্ট-ইন ফিল্টারস এবং VST প্লাগইন্স বৈশিষ্ট্য পেয়ে যাবেন যা আপনার অডিওকে আরো প্রফেশনাল করতে সাহায্য করবে।
এছাড়াও বাকি ফ্রি সফটওয়্যার গুলির মত এটি ক্র্যাশ বা ফ্রীজ হয়না, যা সাধাণরত আমরা ফ্রি সফটওয়্যার গুলিতে দেখে থাকি।
Oceanaudio সিম্পল ও সহজ voice recording software হলেও যথেষ্ট পাওয়ারফুল, এবং যা আপনি উইন্ডোস,
ম্যাক এবং লিনাক্স সহ আরো বেশ কিছু প্লাটফ্রম এর জন্য পেয়ে যাবেন।
আরো পড়ুন: সেরা ৫টি ফ্রি কম্পিউটার স্ক্রিন রেকর্ডার
৩. Ableton Live 10 Lite

Ableton Live হল একটি ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন, যা উইন্ডোজ এবং ম্যাক কম্পিউটারের জন্য উপলব্ধ আছে।
প্রথমেই আপনাদের বলে রাখবো যে এটি একটি প্রফেশনাল Audio recording and editing software যা লাইভ পারফরমেন্স টুল হিসাবে ডিসাইন করা হয়েছে।
যার দ্বারা আপনি অডিও কোম্পসিং, রেকর্ডিং, মিক্সিং, অর্র্যানজিং এবং মাস্টারিং এর মত প্রফেশনাল কাজ গুলি করতে পারবেন।
অর্থাৎ Ableton Live হল একটি কমপ্লিট মিউজিক প্রোডাকশন সফটওয়্যার। আর যার একটি ফ্রি ভার্সন হল Ableton Live 10 Lite.
যার মধ্যেও আপনি ফুল এডিশন এর সমস্ত ফিচারসই পেয়ে যাবেন শুধু কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতার সাথে।
তবে অনলাইন কনটেন্ট ক্রিয়েট, হোম মিউজিসিয়ান বা বলা ভালো যে বিগেনারদের জন্য অবশ্যই প্রয়োজনের অধিক।
৪. WavePad Audio Editing Software

WavePad হল আমাদের লিস্টের এক মাত্র ফ্রি অডিও রেকর্ডিং সফটওয়্যার যা উইন্ডোজ ও ম্যাক এর পাশাপাশি,
এন্ড্রোইড এবং আইওএস ডিভাইস এর জন্যেও উপলব্ধ আছে। আর তাই Audacity এর থেকে এই ফিচারসে এক ধাপ এগিয়ে।
বন্ধুরা WavePad -ও অডাসিটির মতোই সিম্পল কিন্তু খুবই পাওয়ারফুল ফুললি ফিচার্ড free professional audio recording and editing software.
এটি বিগেনার থেকে শুরু করে প্রফেশনাল সমস্ত লেভেলের ইউসারাই ব্যবহার করেন তাদের অডিও প্রজেক্টের জন্য।
WavePad Audio Editing Software -টির ফিচারস গুলি হল:
- Audio recording
- Editing tools – Cut & copy, trim, split and many more
- Audio & music effects – Equalize, amplify, normalize and others
- Noice reduction and click pop remove
- Batch editing
- Support 50+ audio formats
৫. Rev Online Voice Recorder

এটি হল আমাদের লিস্টের শেষ ফ্রি পিসি সাউন্ড রেকর্ডিং সফটওয়্যার, আর যা আমি খুবই সিম্পল এবং সহজ রেখেছি।
এবং এই অডিও রেকর্ডারটির সব থেকে ভালো বিষয় হল যে এটি কোন অফলাইন সফটওয়্যার না, এটি হল একটি অনলাইন ওয়েব বেসড অডিও রেকর্ডার।
এটি খুবই সাধারণ একটি ওয়েব বেসড রেকর্ডার যেখানে আপনি শুধু নিজের ভয়েস রেকর্ড করে তা বিভিন্ন ফাইল ফরম্যাটে সেভ অথবা শেয়ার করতে পারেন।
এটি তাদের জন্য জন্য উপযোগী যারা শুধু নিজের ভয়েস বা অডিও রেকর্ড করতে চান এবং অন্য সফটওয়্যার দ্বারা অডিও এডিটিং করতে চান।
আপনি যদি শুধু হাই কোয়ালিটি ভয়েস রেকর্ড করার জন্য কিছু খুঁজে থাকেন তাহলে অবশ্যই Rev ব্যবহার করার পরামর্শ দেবো।
আরো জানুন: ৭টি ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার for android
আমাদের শেষ কথা :
ওপরের উল্লেখিত ৫টি সফটওয়্যারই বিগেনার থেকে প্রফেশনাল লেভেলের জন্য ব্যবহার করা যেতে পারে এবং অনেকেই করেন।
বিশেষ করে আপনি যদি ইউটিউবার, পডকাস্টার বা হোম মিউজিশিয়ান হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে এখানের
প্রতিটি সাউন্ড রেকর্ডিং সফটওয়্যারই আপনার জন্য উপযোগী হবে। এবং বেশির ভাগ ইউটিউবারই এগুলিই ব্যবহার করেন।
তো আপনাদের আর্টিকেলটি কেমন লাগলো তা অবশ্যই আমায় কমেন্ট করে জানান এবং যদি ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না।
অনেক হেল্পফুল
ধন্যবাদ!