আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি বিশেষত সমস্ত এন্ড্রয়েড মোবাইল এর মধ্যে গুগল অ্যাসিস্ট্যান্ট বা Google Assistant অবশ্যই থাকে।
অনেকেই আছি কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে হয় তা আমরা জানি আবার অনেকে সময় এর সেটআপ করে উঠতে পারিনা।
আসলে ওই যে Ok Google বা Hello Google বলে অনেকেই বিভিন্ন বিষয় গুলি যাকে জিজ্ঞাসা করে সেটিই এটি।
নিচে আমরা ভালো ভাবে জানে নেবো যে অ্যাসিস্ট্যান্ট মানে কি এবং গুগল অ্যাসিস্ট্যান্ট কিভাবে চালু করবো ইত্যাদি।
তাহলে চলুন আর বেশি সময় না ব্যয় করে জেনেনি Google Assistant কি ও কিভাবে গুগল ভয়েস সেটআপ করতে হয়।

গুগল অ্যাসিস্ট্যান্ট কি ? (What is Google Assistant)
এই গুগল অ্যাসিস্ট্যান্ট হল একটি ভার্চুয়াল মোবাইল সফটওয়্যার এপ্লিকেশন যা গুগল দ্বারা নির্মিত যেটি সমস্ত android phone এর মধ্যে আপনি পেয়ে যাবেন।
Google Assistant এর সাহায্যে আপনি ভয়েস কমেন্ড দ্বারা ফোন নিয়ন্ত্রণ করতে পারবেন, ভয়েস সার্চ করতে পারবেন
এবং অন্যান্য এন্ড্রোয়েড বেসড ভয়েস অ্যাক্টিভেটেড ডিভাইস গুলি নিয়ন্ত্রণও করতে পারেন। যেরকম গুগল এসিস্টেন্ট
আপনার ফোনে সেটআপ থাকলে আপনি Ok, Google বা Hey, Google বললেই এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনার কোথায় সারা দেবে
এবং আপনার কাছ থেকে জানতে চাইবে যে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ইত্যাদি। আর আপনি
সেই মুহূর্তে বিভিন্ন কাজ ভয়েস কম্যান্ড দ্বারা করাতে পারেন যেরকম কোনো নম্বরে কল করতে পারেন অথবা কিছু জিনিস ইন্টারনেটে সার্চ করতে বলতে পারেন।
এবার চলুন নিচে আমরা জেনেনি কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট সেটিং করতে হয় এবং ভাষা বা ল্যাংগুয়েজ চেঞ্জ করতে হয় English, বাংলা ইত্যাদিতে।
আরো পড়ুন: ৬টি সেরা AI Text to Image Generator ওয়েবসাইট
যেভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট সেটিং বা সেটআপ করবেন
গুগল অ্যাসিস্ট্যান্ট চালু করার জন্য নিচের ধাপ গুলি অনুসরণ করুন,
ধাপ ১: সবার প্রথমে আপনার ফোন থেকে Google এপ্লিকেশনটি ওপেন করুন এবং সেখানে ওপরে ডানদিকে গোল > Profile Icon এর মধ্যে ক্লিক করুন।
ধাপ ২: Profile Icon এর মধ্যে ক্লিক করার পর > Settings ক্লিক করে তারপর > Google Assistant এর মধ্যে এখন ক্লিক করুন।
অথবা Settings এর মধ্যে ক্লিক করার পর > Voice এর মধ্যেও ক্লিক করতে পারেন পরবর্তীতে একই পেজ খুলবে।
ধাপ ৩: তো Google Assistant এর মধ্যে ক্লিক করার পর > Hey Google and Voice Match অপশন এর মধ্যে ক্লিক করুন।
ধাপ ৪: এবার আপনি Hey Google একটি অপশন দেখতে পাবেন তার মধ্যে ক্লিক করুন এবং কিছু পেজ আসবে সেগুলি I agree, I agree করে যান।
এরপর দেখবেন আপনার মোবাইল স্ক্রিনে একে একে মেসেজ আসবে যা আপনাকে পরে শোনাতে হবে যেরকম
- “Say ‘Ok, Google what’s the weather tomorrow”
- “Say ‘Ok, Google set a timer for 5 minutes”
- “Say ‘Hey, Google make a call”
- “Say ‘Hey, Google remind me to water my plants every Monday”
তো ওপরের এই মেসেজ গুলি একে একে আসবে এবং আপনাকে তা একটু উঁচু গলায় পড়তে হবে এবং আপনার সেই ভয়েস বা voice টি গুগল মনে রেখে দেবে।
ফলে পরবর্তী সময় যখন আপনি Google Assistant দিয়ে কিছু করতে চাইবেন তখন Ok Google এবং Hey Google বললেই এটি ওপেন হয়ে যাবে
আর আপনি Google Assistant কে যা প্রশ্ন জিজ্ঞাসা বা মোবাইল ডিভাইস দ্বারা কোনো কাজ করাতে পারেন। এবং সব থেকে
ভালো জিনিস হল এই যে যখন আপনি ধাপ ৪ নিজের ভয়েসটি দিয়ে সেভ বা সেটিং করলেন তাই শুধু মাত্র আপনার Ok Google এবং Hey Google বলতেই এটি ওপেন হবে।
কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট ল্যাংগুয়েজ চেঞ্জ করবেন ?
Google Assistant এর ল্যাংগুয়েজ পরিবর্তন আপনি দুটি উপায়ে করতে পারবেন। যার মধ্যে সব ঠিক সহজ উপায়টা হল,
আপনি প্রথমে Ok Google বা Hey Google বলে গুগল অ্যাসিস্ট্যান্টকে খুলুন এবং তাকেই বলুন যে “Change Google Assistant language to Bengali” বা kivabe google assistant language change korbo.
অথবা, Google App > Profile Icon > Settings > Google Assistant > Languages এর মধ্যে গিয়েও পছন্দের ভাষা নির্বাচন করেনিন।
তবে উভয় ভাবেই ভাষা পরিবর্তন করার পর আপনাকে আবারো একই ভাবে ভয়েস সেটআপটা করতে হবে যা এখন আপনি জেনেই গেছেন।
গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কিভাবে পরিবর্তন করবেন
বাই ডিফোল্ট হতে পারে গুগল অ্যাসিস্ট্যান্ট এর ভয়েসটি ফিমেল বা নারীর আছে, তো যদি আপনি তা মেল বা পুরুষের করতে চান সিই ক্ষেত্রে,
Google App > Profile Icon > Settings > Google Assistant > Assistant voice & sounds এই জায়গা থেকে Female to Male করতে পারবেন।
তবে অবশ্যই জানিয়ে রাখবো সমস্ত ভাষারই Male ও Female ভয়েস আপনি পরিবর্তন করতে পারবেন না যেরকম বাংলাতে এখনো আসেনি।
জেনেনি: Google Drive কি? গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করব ?
আমাদের শেষ কথা,
সাধারণত আমরা অনেকেই জানি যে কিভাবে এই গুগল অ্যাসিস্ট্যান্ট সেটিং করতে হয় তাও তাদের উদ্দেশ্যে পোস্টটি দেওয়া হল যারা জানেন না।
এছাড়াও আমরা এই পোস্টের মধ্যে জানলাম যে কিভাবে আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট ল্যাংগুয়েজ চেঞ্জ করতে পারবেন।
এবং নারী ভয়েস থেকে পুরুষ ভয়েস আর ইংলিশ থেকে বাংলা ভাষায় Google Assistant ব্যবহার করতে পারবেন।
আশা করছি আপনাদের পোস্টটি কিছুটা হলেও উপকারে এসেছে, আর যদি আসে তাহলে অবশ্যই বাকিদের সাথেও শেয়ার করুন।
আর এরকম আরো পোস্ট ও অনলাইন টিপস ও গাইড এর জন্য আমাদের সাইট সাবস্ক্রাইব বা অনুসরণ করতে একদম ভুলবেন না।
ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য ।
Most welcome