আজকের এই আর্টিকেলে আমরা জানবো এরকম কিছু সেরা এবং অবশ্যই ফ্রি, এন্ড্রোইড ভয়েস চেঞ্জার অ্যাপ সম্পর্কে।
এন্ড্রোইড মোবাইলের জন্য বিভিন্ন মজাদার অ্যাপস গুলির মধ্যে একটি হল এই Voice changer apps যা আমরা প্রায় সবাই ব্যবহার করেছি।
আর এখনও যারা এন্ড্রইড ও আইফোন ব্যবহার করছেন বা ব্যবহার করা শুরু করেছে তাদেরও যে এই অ্যাপ নজর কারে সে বিষয়ে একদমই সন্দেহ নেই।
এটি খুবই মজাদার একটি এপ্লিকেশন যারা দ্বারা নিজের ভয়েস বা কণ্ঠ সম্পূর্ণ ভাবে পরিবর্তন করে ভিন্ন রকমের করা যায়।
তবে বন্ধুদের সাথে মজা করার উদ্দেশ্য ছাড়াও এই ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার গুলি মানুষ তাদের বিভিন্ন দরকারি কাজেও ব্যবহার করে থাকেন।
কিন্তু সঠিক এবং ভালো ভয়েস পরিবর্তন করার সফটওয়্যার এই মুহূর্তে খুবই কমই আছে। তবে একদমই যে নেই তা না।
প্লে স্টোরে এখনো এরকম বেশ কিছু ডেভলাপারের voice changer apps আছে যা আপনার উদ্দেশ্য অবশ্যই সফল করতে পারবে।
তাই আপনার উদ্দেশ্য মজা করা বা কাজের জন্য যাই হোক না কেনো, এই আর্টিকেলে আমি আপনাকে সাহায্য করবো,
এরকম ৬টি সেরা এন্ড্রোইড মোবাইল ভয়েস বা কণ্ঠ পরিবর্তন করার অ্যাপ (best voice changer apps for android) সম্পর্কে জানিয়ে।
অবশ্যই পড়ুন: ৬টি ফ্রি রিংটোন ডাউনলোড ওয়েবসাইট
৬টি মোবাইল ভয়েস চেঞ্জার অ্যাপ (android voice changer apps)
১. Voice Changer (AndroidRock)

প্লে স্টোরে উপলব্ধ বিভিন্ন মোবাইল ভয়েস চেঞ্জ বা পরিবর্তন করার অ্যাপস গুলির মধ্যে থেকে আমি একে শীর্ষ তালিকাতে রাখছি।
কারণ আপনি এখানে নিজের ভয়েস রেকর্ড করে অথবা পূর্বে রেকর্ডকৃত ভয়েস নিয়ে তা ৫০+ এর বেশি বিভিন্ন ধরণের এফেক্ট দিয়ে,
অর্থাৎ নিজের ভয়েস বা কণ্ঠকে চেঞ্জ বা পরিবর্তন করতে পারবেন। আর অবশ্যই আপনাদের বলবো যে এই android voice changer,
অ্যাপটি সম্পূর্ণ ফ্রি টু ডাউনলোড এবং এখানে আপনি যেসমস্ত ভয়েস এফেক্টগুলি পাবেন তাও সম্পূর্ণ রূপে ফ্রি।
২. Voice Changer with Effects

এন্ড্রোইড মোবাইল ভয়েস চেঞ্জার অ্যাপ গুলির মধ্যে আরো একটি সেরা এবং ফ্রি এপ্লিকেশন হল এই Voice Changer with Effects
আপনি নাম এর সাথেই অ্যাপটির ফিচারস গুলি অনুমান করতে পারেন যে এটিও ওপরের অ্যাপটির মতোই কিছুটা এক।
এর মধ্যেও আপনি প্রি-রেকর্ডেড অডিও বা সঙ্গে সঙ্গে অডিও রেকর্ড করে তাতে বিভিন্ন ধরণের সাউন্ড ইফেক্ট এপলাই করতে পারেন।
এখানে আপনি ৪০ টিরও বেশ ভয়েস এফেক্ট পেয়ে যাবেন এবং প্রতিটি এফেক্টই ভিন্ন ধরণের যা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে।
৩. Super Voice Editor

Super Voice Editor খুবই ছোট এবং সিম্পল কিন্তু অসাধারণ একটি ভয়েস চেঞ্জার মোবাইল এপ বা সফটওয়্যার।
এখানে ভয়েস চেঞ্জ এর নিয়ম বা উপায় গুলি হল প্রি-রেকর্ডেড অডিও, মিউজিক ক্লিপ ও ডাইরেক্ট অডিও রেকর্ড ও পরিবর্তন।
এছাড়াও আপনি এর আরো একটি যে বিশেষ ফিচারস পাবেন তা হল ভয়েস মেসেজ। অর্থাৎ সরাসরি ভয়েস চেঞ্জ বা পরিবর্তন করে
আপনি বিভিন্ন মেসেজিং অ্যাপ যেরকম ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে বন্ধুদের সেন্ড করে প্রাঙ্ক করতে পারেন।
এই অ্যাপ এবং অ্যাপের সমস্ত ভয়েস চেঞ্জার এফেক্টস গুলি ফ্রি। আর এখানে প্রতিটি এফেক্টই খুবই মজাদার ও ইউনিক।
কারণ আপনি এর মধ্যে বেশ কিছু হলিউড ক্যারেক্টার এর ভয়েস এফেক্টও পেয়ে যাবেন যেরকম, Hulk, Star War, Batman,
Iron Man, Megatron, Captain American, Minion, Ultron, Venom, Baby Groot এবং আরো অনেক কিছু।
আরো জানুন: সেরা ৬টি মোবাইল ওয়ালপেপার ডাউনলোড করার ওয়েবসাইট
৪. Free Voice Changer

ফ্রি ভয়েস চেঞ্জার অ্যাপ বা সফটওয়্যারটির গ্রাফিক্স অনেকটাই সুন্দর এবং সিম্পল, আপনি ভয়েস চেঞ্জ বা পরবির্তন এফেক্ট বাটন গুলিতেও গ্রাফিক্স দেখতে পাবেন।
এবং অ্যাপটি যেরকম সুন্দর আপনি এখানে ভয়েস বা কণ্ঠ পরিবর্তন করার জন্য বিভিন্ন এফেক্ট গুলিও সুন্দর সুন্দর পাবেন।
এই অ্যাপটির আরো একটি ভালো বৈশিষ্ট্য হল আপনি প্রতিটি এফেক্ট নিজের মত করে কাস্টমাইজ করতে পারবেন।
এছাড়াও ব্যাকগ্রাউন্ড Ambient এফেক্ট এড করা, মিউজিক ফাইল এর ভয়েস পরিবর্তন করা এবং হাই কোয়ালিটি,
ভয়েস সেভ করার মত বিভিন্ন ফিচারস বা বৈশিষ্ট্য আপনি এই android voice changer টির মধ্যে পেয়ে যাবেন।
৫. Voicemod Clips

যারা কম্পিউটার ইউসার তারা খুব সম্ববত Voicemod সম্পর্কে জেনে থাকবে কারণ, Voicemod Pro কম্পিউটার সফটওয়্যারটি,
বেশ জনপ্রিয় Voice changer software যা বেশির ভাগ কম্পিউটার ইউসার বিশেষ করে গেমাররা ব্যবহার করে। আর এটি সেই কম্পিউটার Voicemod Pro সফটওয়্যারটিরই মোবাইল ভার্সন।
ওপরের Voicer Chnager app গুলির থেকে Voicemod Clips একটু আলাদা কারণ এখানে আপনি ভয়েস এর সাথে সাথে,
নিজের ভিডিও তুলে সেখানে অরিজিনাল ভয়েস এর পরিবর্তে আরো বিভিন্ন ভয়েস এফেক্ট দিয়ে ভিডিও তৈরি করতে পারেন।
এখানে আপনি বিভিন্ন রকমের ভয়েস এফেক্ট পেয়ে যাবেন যেগুলি খুবই একিউরেট এবং বাকি কন্ঠ চেঞ্জ করার সফটওয়্যার গুলির থেকে আলাদা।
৬. Voice Changer – Audio Effects

আমাদের লিস্টের শেষ ফ্রি মোবাইল ভয়েস চেঞ্জার অ্যাপ হল Voice Changer – Audio Effects, তবে বন্ধুরা এই লিস্টের
প্রথমের অ্যাপটির সাথে এটিকে মিলিয়ে ফেলবেন না কারণ নাম কিছুটা এক হলেও দুটি সম্পূর্ণ আলাদা ডেভলাপারের অ্যাপ।
এই ভয়েস চেঞ্জার সফটওয়্যারটিতেও আপনি ওপরের অ্যাপস গুলির যে সমস্ত ফিচারস জেনেছেন সেগুলিতো পাবেনই,
তার সাথে আরো বেশ কিছু বৈশিষ্ট্য এখানে পাবেন যা ওপরের কোন এপ্লিকেশনের মধ্যে নেই যেরকম, অডিও ও মিউজিক স্পিড চেঞ্জার,
কারাওকে এফেক্টস সিংগিংয়ের জন্য, অডিও ব্যাস বুস্টার, হাই কোয়ালিটি অডিও রেকর্ড, রিংটোন সেট এবং ২০ টির মত ভয়েস চেঞ্জিং এফেক্টস।
অবশ্যই পড়ুন: ৬টি সেরা অনলাইন ফ্রি কল করার ওয়েবসাইট ২০২০
আমাদের শেষ কথা,
তো বন্ধুরা আপনাদের যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না।
আর ওপরের ফ্রি মোবাইল ভয়েস চেঞ্জার অ্যাপ গুলির মধ্যে কোনটি আপনার সব থেকে ভালো লেগেছে তা আমায় কমেন্ট করে জানান।
আর যদি কোন রকমের প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলেও আপনি মন্তব্য করে নিচে জানাতে পারেন।