কিভাবে ফেসবুক থেকে ফটো Google Photos ট্রান্সফার করবেন

ফেসবুক সর্বদা চেষ্টা করে তার ইউসারদের নতুন এবং প্রয়োজনীয় ফিচারস প্রদান করার মাধ্যমে তাদের আরো বেশি এক্টিভ রাখার।

আর তাই ফেসবুক প্রায়শই বিভিন্ন আপডেটের মাধ্যমে নতুন নতুন ফিচারস নিয়ে আসে এবং সম্প্রতিও বেশ কিছু নতুন ফিচারস নিয়ে এসেছে।

যার মধ্যে বাল্ক ডিলিট পোস্টস এবং ফেসবুক থেকে ফটো ও ভিডিও গুগল ফটোস (Google Photos) এর মধ্যে ট্রান্সফার করা অন্যতম।

আর আজকের আর্টিকেলে আমরা কিভাবে ফেসবুক ফটো ট্রান্সফার করতে হয় গুগল ফটোতে (transfer photos and videos from Facebook to Google Photos) সেই বিষয়েই জানবো।

এটি সত্যিই একটি প্রয়োজনীয় এবং অনেকেই হেল্পফুল ফিচারস যা ফেসবুক তার রিসেন্ট উপডেটের মধ্যে নিয়ে এসেছে।

আপনি এখন খুব সহজে এবং একটি ক্লিকে আপনার ফেসবুকে আপলোড করা সমস্ত ফটো ও ভিডিও আপনার গ্যালারিতে ট্রান্সফার করে নিতে পারবেন।

আপনাকে আর একটি একটি করে আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করা ফটো প্রয়োজনে ডাউনলোড করতে হবে না।

তবে আপনার উদ্দেশ্যে যাই হোকনা কেন একটি ক্লিকে আপনি যদি ফেসবুকে আপলোড করা সমস্ত ফটো ও ভিডিও,

আপনার ফোন গ্যালেরিতে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলেটি পড়ুন।

অবশ্যই পড়ুন:

যেভাবে ফেসবুক থেকে ফটো ও ভিডিও গুগল ফটো গ্যালারিতে সেভ করবেন

ধাপ ১: সবার প্রথমে আপনার ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে ভিসিট করুন এবং তারপর আপনার ফেসবুক প্রোফাইল পেজে যান।

ধাপ ২: তারপর আপনার প্রোফাইল পেজের একদম ওপরে অর্থাৎ টপ বারে ডান দিকে একটি ড্রপ ডাউন অ্যারো (down arrow) থাকবে তার ওপর ক্লিক করুন।

এবং তারপর Settings & Privacy >> Settings এর মধ্যে ক্লিক করুন ঠিক নিচে দেখানো ফটোটির মতোই।

যেভাবে ফেসবুক সেটিংস পেজে যাবেন
ফেসবুক সেটিংসে যেভাবে যাবেন

ধাপ ৩: Settings এর ওপর ক্লিক করার পর আপনার সামনে ফেসবুক সেটিংস পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে বাম দিকে,

অর্থাৎ সাইড বার থেকে “Your Facebook Information” অপশনটিতে ক্লিক করে >> “Transfer a copy of your photos or videos” ক্লিক করুন।

ফেসবুক ফটো ও ভিডিও ট্রান্সফার সেটিংস পেজ
ফেসবুক ফটো ও ভিডিও ট্রান্সফার সেটিংস পেজ

ধাপ ৪: এখন সিকিউরিটির ও প্রাইভেসীর জন্য প্রথমে আপনাকে ফেসবুক পাসওয়ার্ড প্রদান করে ভেরিফাই করতে হবে যে এটি আপনি।

তাই সেখানে আপনার ফেসবুক পাসওয়ার্ড প্রদান করে “Continue” বাটানে ক্লিক করুন।

ফেসবুক থেকে ফটো ও ভিডিও ট্রান্সফারের পূর্বে নিজের পাসওয়ার্ড প্রদান করুন
পাসওয়ার্ড প্রদান করে আপনার একাউন্ট ভেরিফাই করুন

ধাপ ৫: তারপর আপনাকে Choose destination অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করা সমস্ত ফটো ও ভিডিও কোথায় ট্রান্সফার বা পাঠাতে চান তা সিলেক্ট করতে হবে।

এখানে বেশ কয়েকটি ক্লাউড স্টোরেজ দেখতে পাবেন তবে তার মধ্যে সব থেকে জনপ্রিয় স্টোরেজ দুটি হল Dropbox এবং Google Photos

আর যাদের সাথে অল্পবেশি আমরা সবাই পরিচিত। তবে আজকে আমরা শুধু গুগল ফটোস আমাদের ডেস্টিনেশন হিসাবে সিলেক্ট করবো।

আর তা করার জন্য “Choose destination” ড্রপ ডাউন বাটানে ক্লিক করে >> Google Photos ক্লিক করুন।

ফেসবুক ফটো বা ভিডিও ট্রান্সফার করার জন্য ডেস্টিনেশন স্টোরেজ সিলেক্ট
ডেস্টিনেশন স্টোরেজ নির্বাচন করুন

ধাপ ৬: এরপর আপনি ফটো নাকি ভিডিও ট্রান্সফার করতে চান তা সিলেক্ট করতে হবে, Photos অথবা Videos যেটি ট্রান্সফার করতে চান তা সিলেক্ট করে “Next” বাটানে ক্লিক করুন।

ট্রান্সফার করার জন্য একটি ফাইল টাইপ সিলেক্ট করুন

ধাপ ৭: Next-এ ক্লিক করার পর আপনাকে ফেসবুকের সাথে গুগল একাউন্ট কানেক্ট করতে বলা হবে।

আর যেহেতু আমাদের সবারই একটি বা দুটি করে গুগল একাউন্ট অবশ্যই থাকে তাই যেকোনো একটি একাউন্ট সিলেক্ট করে নিন।

ফেসবুকের সাথে গুগল একাউন্ট কানেক্ট
ফেসবুকের সাথে গুগল একাউন্ট কানেক্ট করুন

তারপর ফেসবুকের সাথে Google Photos কানেক্ট করার জন্য দুই বার পারমিশন চাওয়া হবে তাই দু-বারিই “Allow” ক্লিক করুন।

ধাপ ৮: এরপর ফেসবুকের সাথে গুগল ফটোস কানেক্ট হয়ে গেলে আপনি অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আগের ফেসবুক সেটিংস পেজে চলে আসবেন।

এবং সেখানে আপনাকে ফটো ট্রান্সফার করার জন্য “Confirm Transfer” বাটানে ক্লিক করতে হবে। ঠিক নিচের ছবিটির মতোই।

ফটো বা ভিডিও ট্রান্সফার কনফরমেশন
ফাইল ট্রান্সফার কনফরমেশন দিন

Confirm Transfer ক্লিক করার পর আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করা ফটো Google Photos এর মধ্যে ট্রান্সফার হওয়ার প্রসেস শুরু হয়ে যাবে।

এবং সেখানে “in progress” স্টেটাস দেখতে পাবেন।

photos and video facebook to google photos transfer process now completed
ফেসবুক থেকে Google Photos এর মধ্যে ট্রান্সফার প্রসেস চলছে

আপনার আপলোড করা ফটো ও ফটোর সাইজের ওপর নির্ভর করবে যে, প্রসেস কত তারাতারি কমপ্লিট হবে।

তবে একবার ট্রান্সফার কমপ্লিট হয়ে গেলে “in progress” এর জায়গায় “Completed” কথাটি দেখতে পাবেন।

এবং তার সাথে সাথে অবশ্যই ফেসবুক থেকেও একটি নোটিফিকেশন পেয়ে যাবেন যে “A copy of your Facebook photos was transferred to Google”

আর এখন যদি আপনি ফোন থেকে অথবা সরাসরি ব্রাউজার থেকে Google Photos ওপেন করেন তাহলে দেখতে পাবেন যে,

আপনার ফেসবুক প্রোফাইলে যে সমস্ত ফটো অথবা ভিডিওগুলি আপনি আপলোড করেছিলেন তা এখানে ট্রান্সফারড হয়ে গেছে।

অবশ্যই পড়ুন:

আমাদের শেষ কথা:

আপনি যদি চান অবশ্যই এই সম্পূর্ণ প্রসেস বা পদ্ধতিটি আপনার মোবাইল থেকেও করতে পারেন যেকোনো একটি ব্রাউজারের ডেস্কটপ মোড অন করে।

আর তার সাথে অবশ্যই পরামর্শ দেবো যে ফোনের মধ্যে Google Photos ইনস্টল করে নেওয়ার জন্য এতে সহজে ট্রান্সফারড করা ফটোগুলি দেখতে পাবেন।

আর আপনি যদি গুগল ফটোস ব্যবহার না করেন বা করতে না চান তাহলে অবশ্যই Dropbox ও ট্রান্সফার ডেস্টিনেশন হিসাবে সিলেক্ট করতে পারেন। প্রসেস দুই ক্ষেত্রেই সম্পূর্ণ একই।

তো বন্ধুরা এখন আপনারা জানতে পেরেছেন যে কিভাবে গুগল ফটো গ্যালারিতে ফেসবুক ফটো ও ভিডিও ট্রান্সফার করতে হয়।

আশা করছি যে আপনাদের এই আর্টিকেলটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন।

আর যদি কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসাবাদ থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানান।

2 thoughts on “কিভাবে ফেসবুক থেকে ফটো Google Photos ট্রান্সফার করবেন”

  1. খুব সুন্দর লিখেছেন দাদা। এই রকম ইনফরমেটীভ আর্টীকেল পাব্লিশ করার জন্য ধন্যবাদ।

Comments are closed.