আজকে আমাদের এই আর্টিকেলের মূল বিষয়বস্তু হল ৬টি সেরা এডসেন্স এর বিকল্প (AdSense alternatives) অ্যাড নেটওয়ার্ক।
আমরা জানি যে একটি ব্লগ সাইট থেকে আয় করার জন্য বা ব্লগ সাইট মনিটাইজ করার যে সমস্ত উপায় গুলি উপলব্ধ আছে,
তার মধ্যে সব থেকে ভালো ও জনপ্রিয় উপায়টি হল এডসেন্স অ্যাড দ্বারা আমাদের ব্লগ সাইটের কনটেন্ট মনিটাইজ করা।
কারণ এটি একটি জনপ্রিয় উপায় হওয়ার সাথে সাথে সহজ ও সমস্ত ব্লগারদের প্রথম পছন্দ তাদের সাইট থেকে উপার্জন করার।
তবে গুগল অ্যাডসেন্স দ্বারা আপনার সাইটটি মনিটাইজ করার জন্য অবশ্যই আগে আপনাকে এর অনুমোদন নিতে হবে।
আর সেই অনুমোদন পাওয়ার জন্য আপনার সাইটকে এডসেন্স এর খুবই কঠোর নিয়মানুবর্তিতা নিময় অনুসরণ করতে হয়।
তা নাহলে আপনাকে এডসেন্স ব্যবহারের অনুমোদন দেওয়া হয় না এবং বরংবার আবেদনের পরেও তা প্রত্যাখ্যান করা হয়।
আর যা সমস্ত ব্লগারদের জন্য খুবই হতাশা জনক বিষয় এবং হয়তো আপনার সাথেও ঠিক এই একই ঘটনা ঘটেছে অর্থাৎ,
বহু বার আবেদনের পরেও আপনার সাইটকে অপ্প্রভ করা হয়নি প্রতিবারই রিজেক্ট করা হয়েছে এবং যার জন্য আজ আপনি এখানে।
তবে একদমই হতাশ হবেন না কারণ এরকম বেশ কিছু শ্রেষ্ঠ Adsense এর বিকল্প অ্যাড নেটওয়ার্ক ইন্টারনেটে উপলব্ধ আছে।
যাদের মাধ্যমে আপনি এডসেন্সের মতোই অথবা ওর থেকে অধিক উপার্জন আপনার ব্লগ সাইট থেকে করতে পারবেন।
বা আপনার এডসেন্স ব্যবহার না করার যদি অন্য কোনো কারণও থাকে তাহলে অ্যাডসেন্স এর সেরা বিকল্পিত অ্যাড নেটওয়ার্ক গুলি দেখে নিন।
- অবশ্যই পড়ুন: দ্রুত গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার সঠিক উপায় ২০২০
৬টি গুগল এডসেন্স এর সেরা বিকল্প অ্যাড প্লাটফর্ম
যেহেতু অনেক ব্লগারদের সাইট আমার মতোই বাংলাতে তাই তাদের সুবিধার্তে এখানে বাংলা ভাষা সাপোর্ট বা সমর্থন করে।
এরকম কিছু ন্যাটিভ অ্যাড নেটওয়ার্ড প্লাটফর্ম এর নামও আমাদের এই লিস্টের মধ্যে উল্লেখ করা আছে।
১. PropellerAds

একটি ব্লগ সাইটের ক্ষেত্রে এডসেন্সের বিকল্পিত অ্যাড নেটওয়ার্ক পালটফর্ম গুলির মধ্যে PropellerAds অসাধারণ একটি প্লাটফর্ম।
এটি হল দ্রুত বেড়ে ওঠা অ্যাড নেটওয়ার্ক প্লাটফর্ম গুলির মধ্যে একটি যা নতুন ও পুরানো সমস্ত ব্লগ সাইটকে মনিটাইজশন সুযোগ প্রদান করে।
প্রপেলারঅ্যাডস পপ অ্যাডস এর জন্য বেশি জনপ্রিয় যা ওয়েবসাইট ভিসিট ও বন্ধ করার সময় ব্রউজারে দেখানো হয়ে থাকে।
এছাড়া আপনি এখানে পুশ নোটিফিকেশন, ওয়ান ক্লিক এডস, স্লাইড অ্যাড এবং নেটিভ অ্যাডস এর মতো ফিচারস গুলিও পেয়ে যাবেন।
যা আপনি অন্য প্লাটফর্মের মধ্যে একে বারেই খুঁজে পাবেন না। আপনার যদি ব্লগ সাইটটি একদম নতুন হয়ে থাকে তাহলে,
আপনি PropellerAds দ্বারা আপনার সাইটের কনটেন্ট মনিটাইজ করতে পারেন কারণ এখানে কোনো মিনিমাম ট্রাফিকের প্রয়োজন নেই।
আর আপনার যদি একটি প্রতিষ্ঠিত ওয়েবসাইট হয় যেখানে ভালো ভিসিটর্স আসে তাহলে এই নেটওয়ার্ক আপনার জন্য সেরা প্রমাণিত হবে।
এখানে আপনার সাইটকে ইনস্টেন্টলি এপ্রোভ করা হয় এবং প্রতিমাসে আপনি সর্বনিম্ন ৫ ডলার হলেই তা উত্তোলন করে নিতে পারেন।
২. Media.Net

মিডিয়া ডট নেট বিং এবং ইয়াহু এর যৌথ পরিষেবা এবং এডসেন্সের সব থেকে বড় প্রতিযোগী এডভার্টাইসিং নেটওয়ার্ক।
Media.net একাধিক প্রকার ন্যাটিভ ও ডিসপ্লে অ্যাড অফার করে তবে কনটেক্সচুয়াল এডভার্টাইসিং (contextual advertising) এর জন্য মিডিয়া ডট নেট সর্বশ্রেষ্ঠ।
আপনি এখানে উভয় মোবাইল ও ডেস্কটপের জন্য কনটেক্সচুয়াল এডভার্টাইসিংয়ের সাথে সাথে ডিসপ্লে ও নেটিভ অ্যাড পরিষেবাও পেয়ে যাবেন।
আপনি যদি গুগল অ্যাডসেন্সর একটি টক্করের বিকল্প চান যা একই অ্যাড পরিষেবা ও ইনকাম সুযোগ দেবে তাহলে তা হল মিডিয়া ডট নেট।
তবে অবশ্যই মনে রাখবেন এডসেন্সের মতোই মিডিয়া ডট নেট অপপ্রভাল পেতে আপনার সাইটের প্রফেশনাল ও পরিষ্কার ডিসাইন থাকতে হবে।
তার সাথে সমস্ত ডিভাইস রেস্পন্সিভ হতে হবে এবং ইউনিক ও গুণগত মান সম্পন্ন আর্টিকেল অবশ্যই আপনার সাইটে থাকতে হবে।
এছাড়াও মিডিয়া ডট নেট দেখে যাতে আপনার সাইটের অধিকাংশ ট্রাফিক ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম ও কানাডা থেকে আসে।
এখানে আপনি প্রতি একমাস অন্তর পেআউট করতে পারবেন পেপাল, পেওনার এবং ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে।
অবশ্যই পড়ুন: অন পেজ এসইও (On page SEO) কি এবং কিভাবে করবেন?
৩. ylliX

এরকম অনেক পাবলিশার বা ব্লগার আছে যারা গুগল এডসেন্সের থেকে বেশি আয় করা যায় এরকম একটি বিকল্প খুঁজে থাকে।
আর তাদের সেই ইচ্ছা পূরণ করতে পারে ylliX, হ্যাঁ আপনি এই অ্যাড নেটওয়ার্ক থেকে গুগল এডসেন্সের থেকেও অধিক আয় করতে পারেন।
এটি হল এমন একটি এডভার্টাইসিং নেটওয়ার্ক যা মোবাইল ও কম্পিউটার উভয় এর জন্যই বিভিন্ন ধরণের অ্যাড ফরম্যাট অফার করে।
যেরকম ফুল পেজ অ্যাড, পপ আপ, মোবাইল রেডিরেক্টস, স্লাইডার্স, লেয়ার অ্যাডস এবং ডিসপ্লে ও ইন কনটেন্ট অ্যাডসও।
ylliX ব্লগারদের ইনস্ট্যান্ট অপপ্রভাল, ডেইলি পেমেন্ট, ফেয়ার রেট, ডিটেলস রিপোর্ট ও ১০০ শতাংশ গ্লোবাল ফিল রেটস অফার করে।
পেমেন্ট মেথড হিসাবে আপনি এখানে পেপাল, পেয়জা, ব্যাঙ্কওয়্যার এবং স্ক্রিল ব্যবহার করতে পারেন।
আপনি যদি পেপাল পেমেন্ট মেথড ব্যবহার করেন তাহলে ১ ডলার হলেই তা আপনার ব্যাক একাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন।
আপনি যদি নতুন ব্লগ সাইট হয়ে থাকে এবং ব্লগের কনটেন্ট যদি বাংলাতে হয় তাহলে তার জন্য ylliX সব থেকে সেরা বিকল্প।
৪. PopAds

PopAds এর নাম দেখেই বুছতে পারছেন যে এটি পপআন্ডার বা পপ আপ অ্যাড পরিষেবা এবং এরা দাবি করে যে এই ধরণের অ্যাড নেটওয়ার্কের মধ্যে এরা সব থেকে হাই পেয়িং প্লাটফর্ম।
আপনার সাইটে পপঅ্যাডস পরিষেবা ব্যবহার করার জন্য কোনো সর্বনিন্ম ট্রাফিক ও অন্যান্য বাধ্যবাধকতা থাকার প্রয়োজন নেই।
আপনি এখানে রিয়েলটাইম আপনার স্ট্যাটস অর্থাৎ অ্যাডস কিরকম পারফরমেন্স করছে তা চেক করতে পারবেন।
আর আপনি পেপাল অথবা অল্টারপে দ্বারা ডেইলি পেআউট করতে পারবেন আপনার ওয়েবসাইট থেকে যদি সর্বনিম্ন ৪ ডলার ইনকাম হয়ে যায়।
যেহেতু এখানে অ্যাড কস্ট গুলি ইম্প্রেশন বেসড হয়ে থাকে তাই ইউসার বা ভিসিটর্সরা যত অ্যাড দেখবে আপনি সেই হিসাবে ইনকাম করতে পারবেন।
আমি আপনাদের পরামর্শ দেবো যৌথ ভাবে PopAds ব্যবহার করার অর্থাৎ অন্য কোনো অ্যাড নেটওয়ার্কের সাথে এটি ব্যবহার করার।
এতে আপনি অধিক পরিমান আয় করতে পারবেন আপনার ওয়েবসাইটে অ্যাড দেখিয়ে।
অবশ্যই পড়ুন: কীওয়ার্ড রিসার্চ কি? কীওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়?
৫. Infolinks

আমাদের লিস্টে পঞ্চম গুগল Adsense এর বিকল্প পালটফর্ম হল Infolinks যাকে ইন-টেক্সট এডভার্টাইসিং এর ক্ষেত্রে এক্সপার্ট ধরা হয়।
ইনফোলিংকস আপনার কনটেন্ট থেকে কীওয়ার্ড সার্চ করে সেই রিলেভেন্ট কীওয়ার্ড অনুযায়ী অটোমেটিক্যালি অ্যাড প্রদর্শন করে।
এবং যখন কোনো ভিসিটর সেই স্পেশাল টেক্সট এর কাছে আসে তখন সেই টেক্সটের প্রাসঙ্গিক বিজ্ঞাপন গুলিই তাকে দেখানো হয়।
এছাড়াও আপনি infolink এর মাধ্যমে সম্পূর্ণ কাস্টমাইজযোগ্য এফেক্টিভ ভিডিও ও ব্যানার অ্যাডও তৈরি করে ব্যবহার করতে পারেন।
ইনফোলিংকস থেকে আপনি নতুন ও পুরানো যেকোনো ব্লগ মনিটাইজ করতে পারেন এর জন্য কোনো সর্বনিম্ন ট্রাফিক বা পেজ ভিউ এর প্রয়োজন নেই।
ইনফোলিংকস আপনাকে প্রতি ৪৫ দিন অন্তর আপনার অ্যাড রেভিনিউ উত্তলোন (সর্বনিম্ন ৫০ ডলার) করার সুযোগ দেয় পেপাল ও পেওনার এর মাধ্যমে।
৬. Adcash

আরো একটি গুগল এডসেন্স এর সেরা বিকল্প ও জনপ্রিয় এডভার্টাইসিং প্লাটফর্ম হল Adcash যা ১৬৯ দেশে অ্যাড পরিষেবা দিয়ে থাকে।
অ্যাডক্যাশ প্রায় সমস্ত ধরণের অ্যাড ফরমেট সাপোর্ট করে, ডিসপ্লে অ্যাড থেকে শুরু করে, পপ আপ এবং ইন স্ট্রিম ভিডিও অ্যাডসও।
এর প্রতিটি অ্যাড ইউনিট কাস্টমাইজ ও প্লেসমেন্ট খুবই সহজ, আর আপনি এদের রিয়েল টাইম পারফরমেন্স রিপোর্টও দেখতে পাবেন।
Adcash ব্যবহারের আরো একটি সুবিধা হল আপনি এখানে আন্টি অ্যাডব্লক টেকনোলজি বা ফিচারস পেয়ে যাচ্ছেন।
অর্থাৎ কোনো ভিসিটর যদি Ad blocker ব্যবহার করে তাহলেও সে আপনার সাইটে অ্যাড দেখতে পাবে।
কারণ Adcash সেই এড ব্লকার বাইপাস করে দেয় যাতে আপনি আপনার সাইটের প্রতিটি ভিসিটর্সের থেকে আয় করতে পারেন।
আপনি আপনার ইনকাম ৩০ দিন অন্তর এখন থেকে বিভিন্ন মাধ্যমে ট্রান্সফার করতে পারেন যখন আপনি সর্বনিম্ন ২৫ ডলার আয় করে নেবেন।
পেমেন্ট মেথড হিসাবে আপনি এখানে পেপাল, পেওনার, ব্যাঙ্ক ট্রান্সফার, স্ক্রিল ও বিটকয়েন ইত্যাদি ব্যবহার করতে পারেন।
আমাদের শেষ কথা:
আর্টিকেলটি পড়ার পর আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসবে যে তাহলে এদের মধ্যে কোনটা সব থেকে ভালো যা ব্যবহার করবো।
তাহলে আপনাদের বলি যে এখানের প্রতিটি অ্যাড নেটওয়ার্কই সেরা এবং নির্বাচিত, যাতে বাংলা ও ইংলিশ উভয় সাইটেই ব্যবহার করা যায়।
এবং যাতে আপনারা নির্দিষ্ট কোনো ট্রাফিক ও নিয়ম ছাড়াই খুব সহজে এই অ্যাড নেটওয়ার্ক গুলি ব্যবহার করতে পারেন।
তবে আপনার যদি একটি বাংলা ব্লগ সাইট থেকে থাকে তাহলে বলতে পারি যে আপনি PropellerAds, ylliX, PopAds এবং Adcash এর মধ্যে যেকোনো একটি ব্যবহার করুন।
আমি আশা করছি যে আপনি এখান থেকে আপনার গুগল এডসেন্স এর সেরা বিকল্প অ্যাড নেটওয়ার্কটি নির্বাচন করতে পেরেছেন।
আপনাদের যদি এই আর্টিকেলেটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান।
এই রকম সুন্দর একটা পোস্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আপনাকেও অসংখ্য ধন্যবাদ পোস্টটি সময় দিয়ে পড়ার জন্য। আশা করছি যে কিছুটা হলেও উপকৃত হয়েছেন পোস্টটি থেকে এবং ভবিষ্যতেও Techno Bong এর সাথে কানেক্টেড থাকবেন।